ফেনীর ট্রাংক রোডের মুক্তবাজার এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। রোববার (১৬ নভেম্বর) ভোরে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, স্মৃতিস্তম্ভের ফ্লোরের কিছু অংশ এবং নাম ফলকের কয়েকটি অক্ষর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল কাঠামো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি—ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহায়মিন তাজিম।
তিনি বলেন, ‘আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লোকজনই জনমনে ভীতি সৃষ্টি করতে এসব ঘটাচ্ছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা প্রতিরোধে প্রশাসনকে আরও তৎপর হতে হবে।’
ফেনী সদর মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে। তিনি আরও বলেন, ‘পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’