সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
| ৩ অগ্রহায়ণ ১৪৩২
মোংলা সংবাদদাতা
মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী মোঃ জুলফিকার আলী বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার চালাচ্ছেন। তিনি পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র।
আজ রোববার বিকেল থেকে তিনি মোংলার দিগরাজ বাজার এলাকায় প্রচার শুরু করেন। এ সময় তিনি দিগরাজ বাজার ও স্থায়ী বন্দর শিল্প এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনমত সৃষ্টিতে প্রচার চালান।
এ সময় মনোনয়নপ্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, ‘আমি দলের কাছে মনোনয়নপ্রত্যাশী। আমি প্রচারকাজে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাকে মনোনয়ন দেওয়া হলে এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব।’
লিফলেট বিতরণ ও ধানের শীষের এ প্রচারণায় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও বিএনপি নেতা আ. রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীরা।