প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৬:৩৪
সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় নবাবী মসজিদের পাশে একটি গাড়ি মেরামতের দোকানসহ (ওয়ার্কশপ) ২টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের একটি পিকআপ, এক্স নোহা, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ ১৩টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভুইয়া জানান, রাত আনুমানিক দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, মূলত গাড়ির গ্যারেজ থেকে আগুন শুরু হয় এবং সম্ভবত শর্টসার্কিটের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক কারণ নির্ধারণে তদন্ত চালানো হচ্ছে।
‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’ নামের গাড়ি মেরামত, ডেন্টিং ও পেইন্টিংয়ের দোকানটি পুরোপুরি পুড়ে গেছে। দোকানটিতে থাকা ১০টি গাড়িসহ মোট ১২টি গাড়ি এবং ৩টি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের ভেতরে থাকা গাড়ির ইঞ্জিনের সিলিন্ডারও বিস্ফোরিত হয়েছে। এছাড়া আশপাশের আরও ২টি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুড়ে যাওয়া গাড়িগুলোর মধ্যে এক্স নোহা, মাইক্রোবাস, ২টি মোটরসাইকেল এবং পুলিশের একটি পিকআপ ছিল।
তিনি আরও জানান, যান্ত্রিক বা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আগুন লাগার কারণ পরিকল্পিত নাকি দুর্বৃত্তদের কাজ—পুলিশ তা খতিয়ে দেখছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।