প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১২:১৭:১৮
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে এ নাশকতামূলক হামলার ঘটনা ঘটে।
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত শাটডাউন কর্মসূচির অংশ হিসেবেই এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ব্যাংক কর্তৃপক্ষ।
শাখার নিরাপত্তা প্রহরী মো. শহিদুল ইসলাম জানান, ভোরে হঠাৎ শব্দ শুনে তিনি টর্চলাইট নিয়ে বাইরে বের হন। এ সময় তিনি দেখতে পান- অজ্ঞাত দুর্বৃত্তরা প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোল বোমা ব্যাংকের প্রধান ফটকের ভেতর লক্ষ্য করে নিক্ষেপ করেছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এতে গেটের ভেতরে থাকা একটি চেয়ার ও একটি বেঞ্চ সম্পূর্ণ পুড়ে যায়। তবে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক।’
তিনি আরও বলেন, ‘বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শাখার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, এর আগের রাতেই (রোববার) বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামীণ ব্যাংক শাখায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। ধারাবাহিক এ ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’