প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৮:৫০
পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে কালিকাপুর ইউনিয়নের মহাসড়ক-সংলগ্ন শাখার পরিত্যক্ত গেটে এ ঘটনা ঘটে।
রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের আলো দেখা গেলে শাখায় অবস্থানরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীরা দ্রুত বের হয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার কিছু আগে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি শাখার সামনে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে গেটের নিচে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে শাখার ভেতরে থাকা কর্মকর্তারা পানি এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় শাখাটি।
শাখার সিকিউরিটি গার্ড শেখ বাহাউদ্দিন জানান, রাতে চারজন কর্মকর্তা অফিসে অবস্থান করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ও তৎপরতার কারণে আগুন শাখার ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। তিনি আরও বলেন, ‘আমি পরে ঘটনাস্থলে এসে বিষয়টি জানতে পারি।’
ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রাতের টহল শেষে অফিসে অবস্থান করার সময় হঠাৎ সিকিউরিটি গার্ড বাঁশি বাজিয়ে তাকে ডাকেন। পরে নিচে নেমে তারা দেখতে পান পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। তিনি জানান, ‘বাথরুমের পানি দিয়ে আগুন নেভাই এবং সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে খবর দিই। কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।’
দায়িত্বরত সার্জেন্ট তাপস জানান, ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশ টহল দল ওই এলাকায় অবস্থান করেছিল। টহল শেষে পাশের অন্য একটি শাখার দিকে যাওয়ার সময় তারা খবর পান অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দ্রুত ফিরে এসে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।