সপ্তাহে মাত্র তিন দিন অফিস করেন ঢাকার দোহার উপজেলার সাব-রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন। সোমবার (১৭ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, তার অফিসরুমে ঝুলছে তালা।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অফিস করেন তিনি। দলিল দাতা ও গ্রহীতারা অভিযোগ করেন মাত্র সপ্তাহে তিনদিন অফিসিয়াল দায়িত্ব পালন করলেও অফিসে প্রবেশ করেন বেলা ১২ টার দিকে। এক্ষেত্রে নানা ভোগান্তিতে পরেন দলিল দাতা-গ্রহীতারা। এছাড়া দানপত্র দলিল সম্পাদনায় অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেন অনেকে।
এ নিয়ে দলিল লেখকদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও এই সাব-রেজিস্ট্রারের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন দলিল লেখক বলেন, এভাবে প্রতি সপ্তাহে মাত্র তিনদিন অফিস করলে আমাদের অনেক সমস্যা হয়। তারা বলেন, বর্হিভূতভাবে ছুটি কাটান স-ব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিন। এদিকে দুদিন দলিল সম্পাদনা না হওয়ায় সরকার হারাচ্ছে রাজস্ব, দলিল লেখকদের পরতে হয় বিড়ম্বনায়।
এ বিষয়ে দোহার সাব-রেজিস্ট্রার অভিযুক্ত আকলিমা ইয়াসমিনের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ঘটনার বিষয়ে ঢাকা জেলা রেজিস্ট্রার মুনশী মোকলেছুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি তাকে ফোন করে এখনই খবর নেব। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।