প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৩১:১৭
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে চট্টগ্রামে শোকরানা সিজদা, আনন্দ ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতা। আজ সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর নগরীর দুই নম্বর গেটে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করতে দেখা যায় ছাত্রজনতা ও এনসিপি নেতাকর্মীদের। এ সময় ভারতে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবী জানান চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়।
চট্টগ্রাম মহানগর আহ্ববায়ক ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন দাবী জানান, হাসিনাসহ সকল আওয়ামী সন্ত্রাসী নেতার ফাঁসি কার্যকর এবং দল হিসেবে সন্ত্রাসী গণহত্যাকারী দল আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। একই দাবী জানান সেখানে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।