ঝিনাইদহের সদর উপজেলার কালা গ্রামে প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ঝিনাইদহ–মাগুরা সড়কের কালা গ্রাম অংশে এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন নিহত মাহবুবের স্বজন, স্থানীয় মানুষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র একজন আসামি গ্রেপ্তার হয়েছে। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা।
গত শনিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কম্বোডিয়া প্রবাসী মাহবুব হোসেন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০–১২ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।