‘প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধিমালা-২০২৩’ নিয়োগবিধিমালা সংশোধন ও নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত গাইবান্ধায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় ‘গণঅভ্যুত্থানের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ স্লোগান দেয় শিক্ষার্থীরা। ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের (ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন-গেজেটের কর্মচারী) নিয়োগবিধিমালা-২০২৩’ এর সব সাব-টেকনিক্যাল পদসমূহে ডিপ্লোমা ইন লাইভস্টক অন্তর্ভুক্ত করে দ্রুত নিয়োগবিধিমালা সংশোধন ও নিয়োগের দাবি জানান আইএলএসটির শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, ‘এর আগে আমাদের প্রতিশ্রুতি দেয়ার কারণে আন্দোলন স্থগিত করেছিলাম। এখন দেখা যাচ্ছে, কথা রাখেনি অধিদপ্তর। অথচ চার বছর ধরে হাতে-কলমে টেকনিক্যাল শিক্ষা নিয়েছি। আর এখন বলা হচ্ছে, এই ডিগ্রির কোনো মূল্য নেই। এটি নিছক অন্যায় নয়—একটি শিক্ষিত প্রজন্ম ধ্বংসের পরিকল্পনা ও স্পষ্ট প্রতারণা।’