গান পরিবেশনের সময় ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশনের সময় ধর্ম অবমাননা করেন আবুল সরকার।
সেই মামলায় বৃহস্পতিবার তাকে মাদারীপুর থেকে আটক করে ডিবি পুলিশ। পরে বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বলেন, 'বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনের সময় ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলাটি নিয়ে তদন্ত চলছে।'