রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ।
গুগল আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭; উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। তবে তাৎক্ষণিকভাব কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে তথ্য জানা যায়নি। ভূমিকম্পের তীব্রতা মাঝারি হলেও, উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় কম্পন বেশ জোরালো ছিল বলে জানা গেছে। কম্পনের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং প্রতিবেশী ভারতের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।