বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ধরা পড়েছে দুটি বিশাল আকারের কোরাল মাছ। ধরা পড়া একটি কোরালের ওজন ১১ কেজি ও অন্যটির ওজন ৭ কেজি।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে তালতলীর পায়রা নদীর বড় অংকুজান পাড়া অংশে স্থানীয় জেলে সাগর মাঝির জালে ধরা পড়ে কোরাল মাছ দুটি। মাছ দুটি তালতলী মৎস বাজারে খোলা ডাকে বিক্রি করেন আড়ৎদার শাহজাহান তালুকদার। এক হাজার টাকা কেজি দরে মাছ দুটি বিক্রি হয়।
সাগর মাঝি বলেন, ‘জাল তোলার সময় এই কোরাল মাছ দুটি ধরা পড়ে। বাজারে নিয়ে গেলে মাছ দুটি আঠার হাজার টাকায় খোলা ডাকে বিক্রি করি।’
স্থানীয় আড়তদার হারুন তালুকদার জানান, গত দুই বছরের মধ্যে এত বড় মাছ ধরা পড়েনি। এর আগে সর্বোচ্চ ৪ থেকে ৫ কেজির কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটির জন্য অনেক ক্রেতা থাকায় জেলেরা সর্বোচ্চ দাম পেয়েছে।