পটুয়াখালীর দুমকি উপজেলায় পাওনা টাকা আদায়ের নামে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার বিরুদ্ধে। শুক্রবার (২১ নভেম্বর) মুরাদিয়া ইউনিয়নে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দক্ষিণ মুরাদিয়া গ্রামের কৃষক আব্দুল বারেক মজুমদারের গোয়ালঘর থেকে জোরপূর্বক দুটি গরু নিয়ে যান ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জলিল প্যাদা।
সন্ধ্যায় স্থানীয় বাজারে চেয়ারম্যান ও সাবেক ইউপি সদস্য রেজাসহ কয়েকজনের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে জলিল প্যাদা দাবি করেন যে বারেকের ছেলে ঢাকায় বসবাসরত আমিনুলের কাছে টাকা পান। সেই পাওনা আদায়ের অংশ হিসেবেই গরু দুটি নেওয়া হয়েছে। তিনি জানান, এ বিষয়ে আদালতে একটি মামলা চলমান।
তবে কৃষক বারেক মজুমদার বলেন, ছেলের কোনো লেনদেনের বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, ‘আমাকে দুর্বল ভেবে ছেলের নামে টাকা পাওনার কথা বলে গরু নিয়ে গেছে’।
অভিযোগ স্বীকার করে জলিল প্যাদা জানান, ‘তার ছেলের কাছে টাকা পাই, তাই পাওনা আদায় করতেই গরু দুটি নিয়েছি।’
ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, বৈঠকে জলিল প্যাদা টাকার দাবি করলেও কোনো ধরনের নথি বা প্রমাণ দেখাতে পারেননি।