৪৭তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে আবারও ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় লাল কাপড় দেখিয়ে ঢাকা থেকে জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন তাঁরা।
এর আগে একই দাবিতে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার যে সময়সূচি নির্ধারণ করেছে, তা ‘অবাস্তব ও বৈষম্যমূলক’। এই সময়সূচি পরিবর্তনের দাবিতেই তাঁরা ফের মাঠে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তাঁরা।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জব্বারের মোড়ে আটকে আছে। ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।