ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। বাংলাদেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে।’
রোববার (২৩ নভেম্বর) রাত ১০টায় ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ মুজাহিদ কমিটি নলছিটি শাখার উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘বিগত দিনের সরকারগুলো দেশের মেহনতি কৃষক, দিনমজুর ও শ্রমিকদের অর্জিত টাকা বিদেশে পাচার করেছে। এ দেশকে একাধিকবার দুর্নীতিতে প্রথম বানিয়েছে। তাদেরকে আর কেউ চায় না।’
রেজাউল করীম আরো বলেন, ‘এ দেশে চাঁদাবাজ-দখলবাজদের কোনো স্থান হবে না। এখন সময় এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার, ভালো মানুষকে ভোট দেওয়ার।’
মাহফিলে পীর মাওলানা সেকান্দার আলী সিদ্দিকীর সভাপতিত্বে মাহফিলে স্থানীয় ও আমন্ত্রিত আলেমরা ওয়াজ-নসিহত করেন।