বগুড়ার শাজাহানপুর উপজেলায় মা ও দুই সন্তানের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ ও তার দুই শিশুর গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন—স্থানীয় শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া মোস্তারিম (২৪) ও তাদের দুই সন্তান সাইফা (৪) এবং সাইফ (২)। পরিবারের কর্তা শাহাদত হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য; তিনি ময়মনসিংহে কর্মরত এবং এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুই শিশুকে বটি দিয়ে গলা কেটে হত্যার পর মোস্তারিম ঘরের তীরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় শাহাদত পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে প্রতিবেশীরা সন্দেহ হলে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা বটি উদ্ধার করেছে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পারিবারিক অশান্তির জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে শাহাদত হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনজনের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।