ঝালকাঠির এক পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে, ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে শরজিৎ হালদার (৬২) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করায় পাওয়া যায়নি হামলাকারীদের।
ভুক্তভোগী আশুতোষ হালদারের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায়, অভিযুক্ত শরজিৎ হালদার ক্ষুব্ধ হয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এমতাবস্থায়, স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তথ্য সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯ টার দিকে সদর উপজেলার কীত্তিপাশা ইউনিয়নের শতদশকাঠি গ্রামে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য আশীষ হালদার বলেন,'দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে এমন ন্যক্কারজনক হামলা আমাদের পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলেছে। ওই ব্যক্তি হামলা করে থেমে থাকেনি দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে হত্যার জন্য আসেন। পরে স্থানীয়রা রক্ষা করেছে। আমি এর বিচার চাই।'
অভিযুক্ত পলাতক থাকার কারণে এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠির সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন ,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।