সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ
মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মশিউর মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, সরকারবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ। ওসি নাজমুল হাসান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার এলাকা থেকে মশিউর মিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে দলীয় কর্মীদের নিয়ে সংগঠিত হয়ে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।” পুলিশ আরও জানায়, মশিউর মিম গত ২ ফেব্রুয়ারি সদরপুর উপজেলার জয়বাংলা বাজার এলাকায় “শেখ হাসিনায় আস্থা” শীর্ষক লিফলেট বিতরণে বাধা ও বিশৃঙ্খলার ঘটনায় পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আদালতে প্রেরণ, তদন্ত চলছে: গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে মশিউর মিমকে ফরিদপুরের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।