বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও প্রশাসনের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।
গত ১৫ নভেম্বর সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের এক কর্মী সম্মেলনে দেওয়া ৩ মিনিট ১৬ সেকেন্ডের ওই বক্তব্যে তিনি বলেন, “ড. ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অব চিটাগাং।”
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামকে ‘সেকেন্ড সিঙ্গাপুর’ করার লক্ষ্যে তিনি রাজনীতি করছেন।’
শাহজাহান চৌধুরীর দাবি, তিনি ৪২ বছর সাতকানিয়া–লোহাগাড়ার মানুষের সেবা করেছেন এবং ব্যক্তিগত কোনো স্বার্থে রাজনীতি করেননি।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। তবে জিইসি কনভেনশন সেন্টারে তার বক্তব্য নিয়ে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।’
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন বলেন, ‘তাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এটি হলে প্রক্রিয়া অনুযায়ী অফিস আদেশ থাকত। মৌখিকভাবেও আমরা কোনো নির্দেশ পাইনি।’
এর আগে, ২২ নভেম্বর জিইসি কনভেনশন সেন্টারে দলের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন, ‘প্রশাসনে যারা আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে আনতে হবে। আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।’ এই বক্তব্য দলীয় মহলসহ নানা পর্যায়ে আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি সম্পর্কে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও শাহজাহান চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।