আপডেট :
২৭ নভেম্বর ২০২৫, ৫:৪২:১০
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উসকে দেওয়ার অধিকার কারও নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের চরমোনাই দরবারে তিন দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টে ২০০ আসন যদি আদর্শিক দ্বারা হয় তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবেন। বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে পার্লামেন্টে আদর্শিক, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে এবং সততা আছে তাদের পার্লামেন্টে পাঠাতে হবে।
তিনি বলেন, আলেম-ওলামাদের সঙ্গে জনগণের সম্পর্ক আছে। তারা হলো সমাজের শক্তির প্রতীক। সম্পর্কটাকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। আগামী দিনে নতুন পথের সন্ধান পাবো এবং কোনোক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাবো না।
ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে আলেম-ওলামাদের সঙ্গে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে যাবে।
এ সময় চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, এককভাবে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় আসলে পরিস্থিতি ভয়াবহ হবে।