নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে দিনাজপুরে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ১৪ মাস ধরে আশ্বাস পাওয়ার পরও দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারিরা এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর–ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘণ্টাব্যাপী এ অবরোধ চলে। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা দাবি করেন, অধিদপ্তর বিলুপ্তির উদ্যোগ ‘অবৈজ্ঞানিক’ এবং এটি বাস্তবায়িত হলে দেশের নার্সিং সেবা ব্যাহত হবে। বক্তাদের ভাষ্য, বারবার আশ্বস্ত করা হলেও ১৪ মাসে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই তারা শান্তিপূর্ণ আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধ চলাকালে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।