বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজীকে অর্থনৈতিক ও সামাজিকভাবে সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করা হবে।
তিনি বলেন, ‘গত ১৫ বছরে এই অঞ্চলের মানুষ নানা সমস্যার মুখোমুখি হয়েছে। অতীত নিয়ে বিতর্ক বাড়াতে চাই না। আপনাদের সহযোগিতা পেলে উন্নত সোনাগাজী ও দাগনভূঞা গড়তে চাই।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে দাগনভূঞা উপজেলার বেকের বাজারে বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
মিন্টু আরও বলেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে এবার নিজের জন্য ভোট চাইতে এসেছি। আশা করি আগামী নির্বাচনই দেশকে অন্যায়–অত্যাচার থেকে মুক্ত করার পথ তৈরি করবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ পরিবর্তনের জন্য বিএনপির পক্ষে রায় দেবে বলে আমি বিশ্বাস করি।’
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় হাইকমান্ডকে ফেনী-৩ আসনে তাকে মনোনয়ন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, খুব দ্রুত প্রতিটি ইউনিয়নে গিয়ে জনগণের সমস্যার কথা শুনবো।
পথসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে গাড়িবহর নিয়ে দাগনভূঞায় গেলে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।