জয়পুরহাট জেলায় প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মিনা মাহমুদা। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন মাগুরা জেলা পুলিশ সুপার হিসেবে। গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২৪ সালের ০২ সেপ্টেম্বর থেকে মাগুরায় জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ২৫তম বিসিএস কর্মকর্তা মিনা মাহমুদা। এর আগে তিনি নারায়ণগঞ্জ নৌ পুলিশসহ বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্বশীলতার পরিচয় দেন।
তার দায়িত্বকালীন সময়ে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি সহকর্মী ও সেবাগ্রহীতাদের প্রশংসা অর্জন করেন। নতুন দায়িত্বে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।