সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর চাঁদমারী জামে মসজিদে এই দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
একই সঙ্গে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন।