লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সমান করার কাজ করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের আবাদী জমি হতে মর্টার শেলটি পাওয়া যায়। এটি উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার আবুল হোসেনের মালিকানাধীন আবাদী জমি ভেকু (এস্কেভেটর) দিয়ে মাটি সমান করতে থাকেন। এ সময় মাটির প্রায় ২ ফিট নিচে চাপা থাকা অবিস্ফোরিত ও মরিচা ধরা অবস্থায় একটি লোহার তৈরি মর্টার শেল পাওয়া যায়। এটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি, পূরত্ব ১০ ইঞ্চি ব্যাসার্ধ ২.৫ ইঞ্চি। ওজন ৩.৫ কেজি। এটির গায়ে এমকে ১৭ লেখা রয়েছে।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতীবান্ধা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শেলটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ের।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, ‘উদ্ধারকৃত মর্টার শেলটি থানার কারখানায় নিরাপদে রাখা হয়েছে। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। আদালত যেভাবে নির্দেশনা দিবে, সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’