মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন সম্পর্কে কটূক্তির অভিযোগে প্রতিবাদ এবং বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক শত মানুষ জড়ো হয়।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমআর নামাজের পর পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে জেলা ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খান, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোবারক হোসাইন, ফলপট্টি মসজিদের ইমাম মাওলানা শাহাজান আলী ও সাধারণ সম্পাদক মাওলানা মো. উল্লাহ আরিফী প্রমুখ।
বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল মহান আল্লাহ ও পবিত্র কোরআন সম্পর্কে কটূক্তি করে অমার্জনীয় অপরাধ করেছে। পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। অতিদ্রুত তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে মুসলমানরা বসে থাকবে না। যেকোন মূল্যে বাউল শিল্পী আবুলকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।