নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণা মামলার জামিনে মুক্ত এক আসামির কাছ থেকে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করায় সমালোচনার মুখে পড়েছেন থানার সাবেক ওসি আশরাফুল ইসলাম।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোয় দেখা যায়—ভিসা প্রতারণার মামলার তিনজন এজাহারনামীয় আসামি ও একজন পরিচিত মাদককারবারি সদ্য বদলি হওয়া ওসির হাতে ক্রেস্ট ও উপহারের ব্যাগ তুলে দিচ্ছেন। বিষয়টি ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
সমালোচনার জবাবে মামলার আসামি বেনজির খান রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ওসি আশরাফুল ইসলামের জন্য ‘কলিজা ছিঁড়ে দিলেও কষ্ট পাবেন না’। তিনি সমালোচকদের উদ্দেশে বিভিন্ন হুমকি ও প্রতিশোধমূলক বার্তাও পোস্ট করেন।
জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরীর জাহেদুল ইসলামের দায়ের করা ভিসা প্রতারণার মামলায় বেনজির খান রাজকে ১১ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তরা জাহেদুলের কাছ থেকে ১৬ লাখ ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। ১৩ দিনের হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়ে বেনজির জানতে পারেন ওসি আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ থেকে বদলি হয়েছেন। এরপরই তিনি থানায় গিয়ে বিদায়ী সংবর্ধনা দেন।
এদিকে স্থানীয়দের অভিযোগ—দায়িত্বকালে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারক চক্রের সঙ্গে ঘুষ–বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ছিলো। গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগেও তিনি বিতর্কিত হন।
ঘটনা সম্পর্কে কিশোরগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস নিশ্চিত করে বলেন, বেনজির ও অন্যরা থানায় এসেছিল এবং সাবেক ওসি সাহেবকে একটি ক্রেস্ট দিয়েছে।