ঝালকাঠিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ সুমাইয়া আক্তার। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিআইপি রোডস্থ মডেল ক্লিনিকে অস্ত্রোপচার করার মাধ্যমে এ তিন সন্তানের জন্ম হয়।
সুমাইয়া আক্তার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা গ্রামের ব্যবসায়ী মাহবুবর রহমানের স্ত্রী। নবজাতকদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে সন্তান।
ক্লিনিকের ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম বলেন, প্রসূতি গৃহবধূ দক্ষ গাইনি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর নিয়মিত তাকে দেখানো ও চেকআপ করাতেন প্রসূতি। শুক্রবার সকালে ওই গৃহবধূকে ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। সকালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যায় অপারেশনের সিদ্ধান্ত হয়। সন্ধ্যা ৭টার দিকে অধ্যাপক (গাইনি) ডা. খুরশিদ জাহান সিজারিয়ান অপারেশন করেন। নবজাতকদের দুটি মেয়ে ও একটি ছেলে।
তিনি আরও বলেন, আমাদের ক্লিনিকে এই প্রথম অভূতপূর্ব সিজারিয়ান সফল অস্ত্রোপচার, যাতে একই মায়ের থেকে তিনটি সন্তান পৃথিবীর আলো দেখছে। সবারই স্বাস্থ্যের অবস্থা স্বাভাবিক থাকায় পরিবারের পাশাপাশি আমরাও আনন্দিত।
গৃহবধূর স্বামী মাহবুবুর রহমান বলেন, আল্লাহ একসঙ্গে তিনটি সন্তানের বাবা বানিয়েছেন। এতে আমি অনেক খুশি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সন্তানদের সুস্থ রাখেন।