সাবধানে সাজানো নৌকার পাটাতনে লুকানো ছিল ইয়াবা, বিজিবির অভিযানে আটক দুই রোহিঙ্গা নাগরিক
বুধবার (১৮ জুন) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের নাগরিক মোহাম্মদ জুবায়ের ও নূরুল আমিন। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল তাদের নৌকা থেকে আটক করে।
নৌকায় ছদ্মবেশ, ভেতরে ছিল বিশাল মাদক চালান: বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই নাফ নদী ও আশপাশের কৌশলগত স্থানে নজরদারি বাড়ানো হয়েছিল। এক পর্যায়ে একটি সন্দেহজনক নৌকা নদী অতিক্রমের সময় বিজিবির চোখে পড়ে। বিজিবি সদস্যরা ধাওয়া করে নৌকাটি থামিয়ে তল্লাশি চালায়। বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর আটক করা হয় দুই মাদক পাচারকারীকে। নৌকার কাঠের পাটাতনের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল ইয়াবার বিশাল চালান। সেখান থেকে মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযানের পরবর্তী ব্যবস্থা: আটক দুই মিয়ানমার নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।