চুয়াডাঙ্গায় ২ কোটি সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিকসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। রোববার (৩০ নভেম্বর) বিজিবির বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
তারা হলেন- মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মরহুম আওলাদ হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) ও ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, রোববার মেহেরপুরের বাজিতপুর সীমান্ত এলাকায় সীমান্ত পিলার নম্বর ১১৭/৬-এস থেকে বিকেলে বিজিবির দলটি দুজন সন্দেহভাজনকে ভারত সীমান্তের দিকে যেতে দেখতে পায়। তাদের থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে ওই দুজনকে আটক করা হয়।
পরে তল্লাশী করে ঘাসের বস্তার ভেতর থেকে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। তাতে ১০টি অবৈধ স্বর্ণের বার ছিল, যা জব্দ করা হয়। স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।
এ ঘটনায় হাবিলদার শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করলে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।