ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ও পঞ্চদশ শতকের সুলতানি আমলের শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ষাটগম্বুজ মসজিদ এখন ভয়াবহ অস্তিত্ব সংকটে। লবণাক্ততা, আর্দ্রতা ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে মসজিদের মোট ১০টি মেহরাব (দক্ষিণে ৫, উত্তরে ৪ ও মাঝের প্রধান মেহরাব) দ্রুত ক্ষয়ে পড়ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, জরুরিভিত্তিতে সংরক্ষণ কাজ শুরু না হলে মেহরাবগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে, এতে পুরো স্থাপনাটির মূল কাঠামো হুমকির মুখে পড়বে।
চুনসুরকি, পোড়ামাটির ইট ও বেলে পাথরের সমন্বয়ে নির্মিত এই স্থাপনাটির নিচের অংশে নোনা পানি শুকিয়ে জমছে লবণের স্ফটিক। এসব স্ফটিক ইট-পাথরের বন্ধন দুর্বল করছে দ্রুত। দেয়ালে দেখা যাচ্ছে সাদা লবণের স্তর, ফাটল ও খসে পড়া অংশ। মেহরাবের অলংকরণও দ্রুত বিবর্ণ হয়ে যাচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও আইকমসের যৌথ গবেষণায় দেখা গেছে, তাপমাত্রার পরিবর্তন, বর্ষায় অতিরিক্ত আর্দ্রতা, শিল্পায়নের ফলে বায়ুদূষণ এবং লবণাক্ততার মাত্রা বৃদ্ধির কারণে মসজিদের ক্ষয় গত কয়েক বছরে বহুগুণ বেড়েছে। এই গবেষণার ভিত্তিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ইতোমধ্যে কমিটি সরেজমিন পরিদর্শন শেষে তাদের সুপারিশ জমা দিয়েছে।
কমিটির প্রধান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. শফিকুল আলম বলেন, সিডর ও আইলার জলোচ্ছ্বাস থেকে আসা লবণাক্ত পানি মেহরাবগুলোতে বড় ধরনের ক্ষতি সৃষ্টি করেছে। বেলে পাথর নরম ও ছিদ্রযুক্ত হওয়ায় লবণের আক্রমণে দ্রুত ভেঙে যাচ্ছে। দুপাশের স্তম্ভেও শূন্যতা তৈরি হয়েছে, আর পাথর ধরে রাখা লোহার ক্ল্যাম্পে জং ধরেছে। ফলে যেকোনো সময় মেহরাবগুলো ভেঙে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, মেহরাব ধসে পড়লে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে ‘বিপদজনক বিশ্ব ঐতিহ্য’ তালিকায় স্থান দিতে পারে, যা জাতীয় মর্যাদার জন্য বড় আঘাত হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান, মসজিদের প্রতিটি দেয়াল, গম্বুজ, মেহরাব ও স্তম্ভের ক্ষয়চিত্র তৈরি করা হবে দ্রুতই। এরপর ইউনেস্কোর সহযোগিতায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি সংরক্ষণ ও সংস্কার পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশে পাথর সংরক্ষণে দক্ষ জনবল নেই, তাই আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়েছে।
ইউনেস্কোর ঢাকা অফিসের পরামর্শ অনুযায়ী, সাময়িক সংরক্ষণ কাজ জরুরি ভিত্তিতে শুরু করার সুপারিশও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে বুয়েটের অভিজ্ঞ স্ট্রাকচার ইঞ্জিনিয়ারদের যুক্ত করা হবে। বিশেষজ্ঞদের মতে, সময়োচিত ব্যবস্থা না নিলে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও অনন্য স্থাপত্য ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এখনই উদ্যোগ না নিলে হারাতে হতে পারে বাঙালির গৌরবময় ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়।