উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে আবারও কমেছে তাপমাত্রা। শীত ও ঘন কুয়াশার দাপটে অস্বস্তিতে জনজীবন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। স্থানীয়রা জানিয়েছেন, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
শীতের সঙ্গে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবীরা। দিনের অধিকাংশ সময় সূর্য মেঘের আড়ালে থাকায় ঠান্ডার তীব্রতা আরও বাড়ছে। সূর্যের তাপ না থাকায় হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা নিম্নমুখী হয়ে তীব্র শীত অনুভূত হচ্ছে।
অন্যদিকে, জেলার নদ–নদী তীরবর্তী চর ও দ্বীপচর এলাকার হতদরিদ্র মানুষজন শীতকষ্টে বেশি ভুগছেন।
কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।