মেয়াদোত্তীর্ণ হওয়ায় বরগুনা জেলার সকল উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। এতে জেলার ৪৬৬টি কমিটি বিলুপ্ত হলো। সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ায় বরগুনার সব উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন করে বরগুনার সংশ্লিষ্ট সব ইউনিটের কমিটি পুনর্গঠন করে ঘোষণা দেওয়া হবে।
এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, সম্প্রতি বিএনপি কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন পর আহ্বায়ক কমিটি দিয়েছে। দলকে সুসংগঠিত করতে আগের কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে। আগামী জাতীয় নির্বাচনের পর সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।
জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলায় ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ৪২টি ইউনিয়নের ৪২টি কমিটি ও প্রতিটি ইউনিয়নে ৯টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, চারটি পৌর কমিটি, প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ৩৬টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে বিলুপ্তির খবরে বরগুনায় কর্মী-সমর্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে সংগঠনকে আরও সুসংগঠিত করার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ হঠাৎ করে বিলুপ্তির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন।
বরগুনায় বিএনপির একাধিক সূত্র থেকে জানা যায়, জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কমিটির দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ থাকায় সাংগঠনিক তৎপরতা ব্যাহত হচ্ছিল। নতুন করে কমিটি গঠনের মাধ্যমে মাঠপর্যায়ে দলকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিএনপি।