সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার পৈতৃক বাড়ি জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে প্রতিদিন দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় মজুমদার বাড়িসহ (খালেদা জিয়ার শৈশবের ভিটেবাড়ি) এলাকার বিভিন্ন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের পর দোয়া-মোনাজাত অব্যাহত রয়েছে।
খালেদা জিয়ার চাচাতো ভাই জাহিদ হোসেন মজুমদার জানান, “নেত্রীর প্রতিষ্ঠিত মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলোতে প্রতিদিনই তার সুস্থতার জন্য দোয়া করা হচ্ছে। তিনি শুধু দেশের তিনবারের প্রধানমন্ত্রীই ছিলেন না, তিনি ছিলেন আঠারো কোটি মানুষের অভিভাবক। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি প্রতিটি মানুষের অন্তরে বাস করেন।”
ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, “উপজেলার প্রতিটি মসজিদেই আমাদের নেত্রীর সুস্থতা কামনায় দোয়া হচ্ছে। দেশের গণতন্ত্রের উত্তরণের সময়ে তাকে আবারও জাতির নেতৃত্ব দিতে হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
মজুমদার বাড়ি মসজিদের ইমাম জানান, “প্রতি ওয়াক্ত নামাজের পর মুসল্লিরা কান্নাকাটি করে দোয়া করছেন। আমরা আল্লাহর দরবারে মোনাজাত করছি যাতে তিনি বেগম জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করেন।”
স্থানীয়দের অংশগ্রহণে প্রতিদিনের এই দোয়া মাহফিল চলছেই। এতে এলাকাজুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে।