কুমিল্লার চান্দিনায় ব্র্যাক ব্যাংক পিএলসি শাখায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বন্ধ ছিল ব্যাংকের সব ধরনের কার্যক্রম। বুধবার (৩ ডিসেম্বর) সকাল পৌঁনে ৮টার দিকে উপজেলা সদরের মধ্য বাজারে জয়নাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সার্ভার কক্ষের বেশ কিছু আইটি যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার ও নেটওয়ার্ক সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের মূল কক্ষ, লকার ও নথিপত্র অক্ষত রয়েছে।
ব্যাংক শাখার ম্যানেজার মো. রফিকুল ইসলাম খান জানান, সার্ভার কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তবে ধোঁয়া বের করতে বেশ সময় লাগায় ব্যাংকের কার্যক্রম দিনভর বন্ধ রাখতে হয়েছে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিটই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।