সার নিয়ে হট্টগোলের ঘটনায় উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে ক্ষুব্ধ কৃষকদের বিরুদ্ধে। এতে তার একটি দাঁত ভেঙে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চলতি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষ বেড়ে যাওয়ায় জেলায় সার চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরেই কৃষকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
গতকাল সকাল থেকে রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারের ডিলার মল্লিক ট্রেডার্সের দোকানে সার নিতে কৃষকদের ভিড় বাড়তে থাকে। সেখানে সার বিতরণের সময় কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় অন্য পাঁচ কৃষক তিনটি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে চলে যেতে দেখেন উপস্থিত কৃষকরা, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
হট্টগোলের এক পর্যায়ে আকতার হোসেন দুপুরের খাবারের জন্য স্থান ত্যাগ করলেও পরে বিতরণ পয়েন্টে ফেরার পর বিক্ষুব্ধ কৃষকরা তাকে মারধর করেন। তাকে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান, আহত কর্মকর্তার মাথায় গুরুতর আঘাত লেগেছে ও দাঁত ভেঙে গেছে। তার চিকিৎসা শেষে ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানার ওসি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।