উত্তরের জেলায় নওগাঁর তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে জেলায় শীতের তীব্রতা বাড়তে ক্রমেই। রাত থেকে ঠান্ডার প্রভাব বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টায় বদলগাছি আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণ অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বদলগাছি কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানিয়েছেন, গতদিনের তুলনায় জেলায় তাপমাত্রা শূন্য দশমিক ১ ডিগ্রি নিচে নেমেছে। শীত মৌসুম শুরু হওয়ায় এই জেলার তাপমাত্রা এখন নিম্নমুখী। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়বে। আকাশে সূর্যের দেখা মিললে শীতের প্রভাব কিছুটা কমবে। যারা মাঠে কৃষি কাজ করেন বা খুব সকালে জীবিকার তাগিদে কাজে বের হন, তাদের গরম পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে দিনমজুর ইসমাইল বাবু জানান, তাদের দিন এনে দিন খাওয়ার কাজ করতে হয়। এই কারণে খুব সকালে কাজেও বের হতে হয়। শীত উপেক্ষা করে তারা কাজে যান। গরম কাপড়ের অভাবে শীতকেই সঙ্গী করে কাজে যেতে হয়। খুব সকালে কাজে বের হওয়ার কারণে ঠান্ডা শীতের সঙ্গে তাদের প্রতিদিন আলিঙ্গন করতে হয়।
অপরদিকে, কৃষক মঞ্জুর হোসেন জানান, এখন মাঠে ফসল বোপনের সময়। আলু, শিম, ফুলকপি, ধানসহ শীতকালীন সবজি তারা মাঠে রোপণ করেছেন। এগুলোর সঠিক পরিচর্যা করার জন্য ভোরের আলো না ফুটতে তাদের মাঠে কাজ করতে যেতে হয়। শীতের তীব্রতা উপেক্ষা করে মাঠে ফসল উৎপাদনের কাজ করতে হয়। খুব সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে দেখা মিলে।