বগুড়ার শেরপুরে গভীর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাঁদা। আগুন দেখে গ্রামের কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছে। দুর্বৃত্তদের এমন দৌড়ত্ব বেড়েছে উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামে।
ওই গ্রামের পাঁচজন কৃষক বলেন, বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পরপর তৌহিদুল ইসলামের দুইটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। একইভাবে গভীর রাতে গত ১০ দিনে গ্রামের কৃষক মো. বাবু মিয়ার একটি খড়ের গাঁদায় ও একমাস আগে গ্রামের কৃষক আলীর একটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বাড়ির পাশে খড়ের গাঁদায় গভীর রাতে এমনভাবে আগুন দেখে গ্রামের কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছে।
স্থানীয় কৃষকেরা বলেন, তৌহিদুল ইসলামের খড়ের গাঁদায় আগুন ধরার আগেই গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। অন্ধকারে এই খড়ের গাঁদার আগুনে আলো চারিদিকে ছড়িয়ে বলে। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে শেরপুর থেকে ফায়ার সার্ভিসরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই আগুনে ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদুল ইসলাম বলেন, চলতি মৌসুমের ২০ বিঘা জমির আমন ধানের খড়গুলো বাড়ির সামনে দুইটি গাঁদা করে রেখেছিলাম। দুর্বৃত্তের আগুনে আমার দুইটি গাঁদাই পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে অন্তত ১ লাখ টাকা। খড়গুলো পুড়ে যাওয়ার কারণে বাড়ির গবাদিপশুগুলো খাদ্য সংকটে পড়বে। এক বছর আগেও গভীর রাতে এমনভাবে খড়ের গাঁদায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। এ ব্যাপারে থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।
ওই গ্রামের এই আগুনে অপর ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা খড়ের গাঁদায় আগুন দিয়ে অন্তত ৫০ হাজার টাকার খড় পুড়িয়ে দিয়েছে।
উপজেলার বিশালপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন বলেন, তার গ্রামেই গভীর রাতে দুর্বৃত্তদের এমন আচরণে গ্রামের কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েছে। অন্তত এক বছর আগে থেকে এমনভাবে গভীর রাতে কৃষকের ঘরের গাঁদা আগুনে জ্বলে উঠতে শুরু করে। এই আগুনে গ্রামের কৃষকদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। খড়ের গাঁদা রক্ষা করতে না পারায় গ্রামের অনেক কৃষক খড় কম দামে বিক্রি করে দিচ্ছে। এতে গ্রামের গবাদিপশু খাদ্যেরও সংকট দেখা দিবে।
এ প্রসঙ্গ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, কারা গভীর রাতে খড়ের গাঁদায় আগুন দিয়ে কৃষকের ক্ষতিগ্রস্ত করছে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।