ভোলা শহরে নবনির্মিত গজনবী স্টেডিয়াম, চরফ্যাশন উপজেলায় মিনি স্টেডিয়াম ও শহরের জেলা সুইমিংপুলের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে ভোলা জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে সচিবালয় থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আমরা ২০১ টি স্টেডিয়াম নির্মাণ করছি। ভোলয় যে মিনি স্টেডিয়াম তা প্রায় ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পলিসি দেশের সকল পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ বাস্তবায়ন করা বলেও জানান তিনি।
অবকাঠামোর বাইরেও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে খেলাধুলার পরিবেশ সৃষ্টির জন্য দৃশ্যমান অগ্রগতি ১ বছরের বেশি সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখাতে পেরেছে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.বিল্লাল হোসেন। এছাড়াও ভোলার স্থানীয় রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।