প্রকাশিত :
০৪ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯:১৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
এ বিষয়ে রফিকুল ইসলাম জামাল বলেন, আমরা বিশ্বাস করি দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছি, মাঠে ছিলাম, মানুষের গণতন্ত্র উদ্ধার করার জন্য মাঠে সবসময় কাজ করেছি তাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের আরেকটা দায়িত্ব দিয়েছে। এদেশের মানুষের জন্য গণতন্ত্র উপহার দেওয়ার জন্য কাজ করবো। আমরা বিশ্বাস করি দেশের মানুষ জিয়াউর রহমানকে ভালোবেসে ১৯৯০ সালে নজিরবিহীন একটি সুস্থ নির্বাচনের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় নিয়েছেন ঠিক তেমনি আগামী নির্বাচনেও বিএনপিকে ক্ষমতায় নিবেন।
তিনি আরও বলেন, আমরা একটা ন্যায় ভিত্তিক সমাজ চাই, আমরা একটি সুশাসনের রাষ্ট্র চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার রাষ্ট্র চাই। আমি এমন একটা দলের অংশ হতে পেরে আত্মতৃপ্তি পাচ্ছি। আগামী দিনে বাংলাদেশে নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার একজন সৈনিক হিসেবে আমার অবদান থাকবে।
এদিকে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম ও গোলাম আজম সৈকত।