কুমিল্লায় বিএনপির চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর টাউনহল মাঠে কুমিল্লা-০৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে, সদর উপজেলার দরিবটগ্রাম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নুরুল হক মাহফিলটি পরিচালনা করেন।
মোনাজাত পূর্ববর্তী বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, এই মুহুর্তে দেশের স্বার্থে, জনগনের স্বার্থে তারেক রহমানের পাশে বেগম জিয়াকে প্রয়োজন।
তিনি আরও বলেন, আসুন আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি। এই দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেয়।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সাবেক প্যানেল মেয়র হাজী আবদুস সালাম মাসুকসহ আরো অনেকে।