পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে নাজিরপুর সদর, উপজেলা পরিষদ এলাকা, নাজিরপুর বাজারসহ অত্র এলাকায় গণসংযোগ করেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
মাসুদ সাঈদী ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল’’ নাজিরপুর উপজেলা শাখার উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বলেন, গত প্রায় একটি সপ্তাহ ধরে বাংলাদেশ শোকাহত অবস্থায় আছে, কারণ একটিই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। এজন্য গোটা জাতি চিন্তিত, গোটা জাতি পেরেশান। আমরা মনে করি খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী-ই নয় বরং তিনি বাংলাদেশের নেতা, বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সব মানুষের নেতা। তিনি আলেমদের অসম্ভব রকম শ্রদ্ধা করতেন, তিনি প্রথমে বাংলাদেশের সব আলেমদেরকে একত্রিত করেছিলেন এবং সব ঘরোনার আলেমদেরকে প্রথমেই অধ্যাপক গোলাম আযম, শহীদ মাও: মতিউর রহমান নিজামীসহ সব আলেমদের নিয়ে তিনি একটি জোট করেছিলেন, তার নেতা তিনিই ছিলেন তারই নেতৃত্বে আলেমদের এই জোট হয়েছিল।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশের সব মানুষ পেরেশান এজন্য যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক হিসাবে সব মানুষ তাকেই মনে করে। তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামী মূল্যবোধ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের মধ্যে অনেক দল, অনেক মতপার্থক্য আছে কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিমত বা মতপার্থক্য নেই। তার ব্যাপারে আমরা আগেও যে রকম শ্রদ্ধাশীল ছিলাম এখনো একই রকম শ্রদ্ধাশীল আছি। আমরা তাকে ভালোবাসি দেশের জন্য, গণতন্ত্রের জন্য, আমরা আল্লাহর কাছে নতশীরে চাই আল্লাহ যেন তাকে সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন।
মাসুদ সাঈদী বলেন, আমরা একটি ক্লান্তিকাল পার করেছি, এই ক্লান্তিকালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা এখনো ডাইনি, রাক্ষুসে, খুনি হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাখছে, তারা আবারও চাচ্ছে খুনি হাসিনাকে বাংলাদেশে পাঠাতে। এই ষড়যন্ত্র মোকাবেলায় খালেদা জিয়া ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, এজন্য আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে যেই ঐক্য ছিল, সুন্দর একটি পরিবেশ ছিল সেটি আবার ফিরে আসুক, আমরা চাই সবাই মিলেমিশে থাকবো, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলার আমির অধ্যাপক আব্দুর রাজ্জাক সহ বেশকিছু নেতাকর্মী।