বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার একমাত্র পথ কোরআনের আইন, আর কোনো ব্যবস্থায় বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।
১৫ বছর দেশের মানুষ স্বস্তিতে কথা বলতে পারেনি, নিরাপত্তাহীনতা, নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এক-দুই নয়, ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা সাত বছরের বাজেটের সমপরিমাণ। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে অবকাঠামো নির্মাণ করেছে দুর্নীতি ও লুটপাটের ভিত্তিতে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাঁচ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
ডা. শফিকুর রহমান আরও বলেন, তারা বলত বাংলাদেশ সিঙ্গাপুর-কানাডা হয়ে গেছে। আসলে কানাডা হয়েছে শুধু তাদের জন্য, কারণ তারা কানাডার বেগমপাড়া ছাড়াও বিদেশে লুট করা টাকা দিয়ে ব্যবসা বানিয়েছে।
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জনগণের মালিকানা প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনে কোরআনের অর্থব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন। সোনার বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ দেখতে চাই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বক্তব্যে দাবি করেন, অতীতে দলের বহু নেতাকে হত্যা করে আন্দোলন স্তব্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু ইসলামী ঐক্যের শক্তি আরও সুদৃঢ় হয়ে উঠেছে। তার ভাষায়, আমাদের নেতাদের অপরাধ ছিল মানুষের পক্ষে ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা।
জাগপা প্রধান রাশেদ খান প্রধান ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে দিল্লিতে গিয়েছে দাবি করে নতুন জালেম হিসেবে বিএনপির সমালোচনা করেন। তিনি সতর্কতা দিয়ে বলেন, বেশি জুলুম করো না, তোমাদের সীমান্ত নেই, পড়ে যেতে হবে বঙ্গোপসাগরে।’ ভাবতে অবাক লাগে, যে সন্তান তার মায়ের বিপদে এসে পাশে দাড়াতে পারে না। সে দেশের বিপদে এসে কিভাবে পাশে দাড়াবে?
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী প্রমুখ।