এক বিশেষ অভিযানে সিরাজগঞ্জ থেকে ৪৩ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য আনুমানিক ২২ লাখ টাকা।
শনিবার (৬ ডিসেম্বর) ভোররাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের কড্ডার মোড় এলাকায় সদর থানার একটি টিম তল্লাশি চৌকি স্থাপন করে। তারা একটি পিকআপভ্যান আটক করে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকার শমসের আলীর ছেলে রেজাউল করিম, কুড়িগ্রামের ভুরঙ্গামারি এলাকার মৃত. নইমের ছেলে মামুন মিয়া ও নয়াবাড়ি এলাকার নূর হোসেনের ছেলে মাসুদ রানা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। পিকআপ থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।