বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের সংক্ষিপ্ত সমাবেশ ও মাথাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি অশ্বিনী কুমার হল চত্বর হয়ে, ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইন রোড হয়ে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।
শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের (জিএসএ) বরিশাল জেলা সমন্বয়কারী ও বরিশাল ৫ আসনের মনোনীত প্রার্থী দেওয়ান আবদুর রশিদ নীলু। বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ নির্বাহী সমন্বয়ক আবুল হোসেন মারুফ, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিন ও রুবিনা ইয়াসমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু জানান, বর্তমান রাষ্ট্রব্যবস্থার কাঠামোর মধ্য দিয়ে দেশের মানুষের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশের জন্য একটি নতুন ‘জাতীয় সনদ’ ও একটি প্রকৃত ‘গণতান্ত্রিক ক্ষমতা-কাঠামো’ প্রয়োজন।
তিনি বলেন, গত এক বছরে আমাদের দল ‘রাষ্ট্র সংস্কারের কর্মসূচি’ নিয়ে কাজ করছে, যার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়ে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে হবে এবং সংসদকে সংবিধান সংশোধনের পূর্ণ ক্ষমতা প্রদান করা জরুরি। সামনে অনুষ্ঠিতব্য নির্বাচন একইসাথে হওয়া উচিত ‘সংবিধান সভার নির্বাচন’ ও জাতীয় সংসদ নির্বাচন।
নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমিক, কৃষক ও খেটে–খাওয়া মানুষের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। মানুষের সঠিক হিস্যা নিশ্চিত করতে হলে এমন প্রতিনিধিদের সংসদে পাঠাতে হবে, যারা সত্যিকারের জনগণের দাবি তুলে ধরবে। আমরা সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করি, দলীয় স্বার্থকে নয়।