লন্ডন ও দিল্লিতে বসে আর কোন রাজনীতি হবে না, রাজনীতি করতে হলে এ দেশে এসে করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পীরগঞ্জ উপজেলা পাবলিক ক্লাব মাঠে ঠাকুরগাঁও ৩ আসনের যুব বিভাগের আয়োজনে তারুণ্যের উৎসবে আরও বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো যেটা পারেনি সেটি তরুণেরা করে দেখিয়েছে। জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশে সুন্দর বাংলাদেশ গড়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর বন্ধ হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। গত ৫৪ বছরে ঠাকুরগাঁওয়ের জনমানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। নেতৃত্বের অযোগ্যতা , দূর্নীতি এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে উত্তরবঙ্গের মাটি ও মানুষের কোন উন্নতি হয়নি।
সাদিক কায়েম বলেন, ফ্যাসিস্টরা দেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাসহ কৃষি খাতকে ধ্বংস করে দিয়েছে। যাদের কথা এবং কাজে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরণের ইনসাফের প্রতিনিধিদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান মাষ্টার। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা, ঠাকুরগাঁও ২ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী দেলাওয়ার হোসেন এবং অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ অন্যান্যরা। এসময় জামায়াতে ইসলামীসহ দলটির জেলা উপজেলার বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।