সোশ্যাল মিডিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব পাঠানো ও উত্ত্যক্ত করার অভিযোগের পর ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা জামায়াত।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল্লাহ তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠির একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
কয়েক দিন আগে অচেনা এক নারীর সঙ্গে ভিডিও কলের আপত্তিকর একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই মাদ্রাসারই এক ছাত্রের মায়ের (প্রবাসীর স্ত্রী) মোবাইলে নুরুল্লাহ আপত্তিকর বার্তা পাঠান। অভিযোগ ওঠার পর ওই ছাত্রের স্বজনেরা নুরুল্লাহকে মারধরও করেন।
পরে টাকা-পয়সার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও, ঘটনার জবানবন্দির একটি অংশ একটি ফেসবুক আইডিতে ভিডিও আকারে প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও পরে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।
প্রকাশিত ভিডিওতে নুরুল্লাহকে বিব্রত ও বিপর্যস্ত অবস্থায় একটি ঘরের খাটে বসে থাকতে দেখা যায়। ভিডিও ভাইরাল হলে উপজেলা জামায়াত তদন্ত করে তাকে বহিষ্কার করে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ায় দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।’ তবে তিনি অভিযোগ করে বলেন, ‘স্থানীয় কয়েকজন ব্যক্তি মাদ্রাসাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে ঘটনা রটিয়েছে ও তাকে মারধর করেছে।’