বরিশাল নগরীতে অগ্নিকান্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর দপ্তরখানা এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। এতে সেখানে থাকা চারটি টিনের দোকান পুড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় ভুক্তভোগীরা।
ফায়ার সার্ভিসের ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সুত্রপাত হয়েছে।