শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের ছাত্র-জনতা পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখান করেছে। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের পর ভেবেছিলাম দেশের রাজনৈতিক সংস্কৃতির আমুল পরিবর্তন হবে। তবে দেশের কিছু কিছু ব্যক্তি, দল ও গোষ্ঠীর মাঝে সে পরিবর্তনটি লক্ষনীয় নয়, বরং খুনি হাসিনা যে কাজ গুলো করে যেতে পারেনি, গোষ্ঠীগুলো সেসব কাজ নিজের হাতে তুলে নিয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের পক্ষে দাঁড়িপাল্লার গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি আরও বলেন, খুনি হাসিনার পালিয়ে যাওয়া ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের বড় পরিবর্তন হয়েছে। শুধু তা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরোনো ধাঁচের রাজনীতিকে প্রত্যাখ্যান করে গঠনমূলক ও শ্রদ্ধাবোধের রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে। গঠনমূলক ও সহনশীলতার রাজনীতি চলবে। যারা আবু সাঈদ হয়ে নিজের জীবনের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে তারাই এ বাংলাদেশ গড়বে।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারনা মিছিলে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আব্দুস সাত্তার, মহানগরীর সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ বেলাল হোসাইন, সাবেক উপজেলা আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আক্তারুজ্জামান, সাবেক উপজেলা আমীর ভিপি শাহাব উদ্দিন, উজিরপুর ইউনিয়নের আমীর মাওলানা আবুল হাশেমসহ অন্যান্যরা।