সাতক্ষীরার দেবনগর গ্রামে ঘটে গেছে হৃদয়বিদারক এক ঘটনা। পরিত্যক্ত মাদ্রাসার ভেতরে সাতটি কুকুরছানা চারদিন ধরে খাবার-ওষুধ ছাড়া মৃত্যুর সঙ্গে লড়ছে। স্থানীয়দের ভাষ্য, তাদের মাকে নৃশংসভাবে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মসজিদের পাশের পুরোনো মাদ্রাসা ভবনজুড়ে এখন শুধু বাচ্চাগুলোর ছটফটানি আর করুণ কান্না। স্থানীয় কয়েকজন চেষ্টা করছেন খাবার দেওয়ার, কিন্তু পর্যাপ্ত না হওয়ায় বাচ্চাগুলোর অবস্থা দিন দিন আরও শোচনীয় হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সেলিনা বেগম জানালেন ১ ডিসেম্বর বিকেলে দেখেন মা কুকুরটি দাঁড়াতে পারছে না। শরীর দুলছিল, মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। কিছুক্ষণ পর সে পানির গর্তে পড়ে মারা যায়। সেলিনার সন্দেহ, তাকে বিষ দেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা তা বলতে পারেননি তিনি।
আরেক বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, ‘বাচ্চাগুলোর কান্না সহ্য হয় না। কিন্তু আমরা সাধারণ মানুষ—এ অবস্থায় কীভাবে বাঁচাব বুঝতে পারছি না।’ এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ বাড়ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনু হক স্পষ্ট করে বললেন বিষ প্রয়োগে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান জানান, ঘটনার খোঁজ নেওয়া হচ্ছে, দোষীদের চিহ্নিত করা হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীরের সতর্ক করে বলেন, দীর্ঘ অনাহারে বাচ্চাগুলো যেকোনো সময় ডিহাইড্রেশনে মারা যেতে পারে। এখনই স্থানীয় উদ্যোগে খাবার-পানি ও প্রয়োজনে চিকিৎসা দেওয়া জরুরি।